শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ যেন চাঁদের হাট

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ যেন চাঁদের হাট

মহারাষ্ট্রের ২৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিস। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও।

এদিন ফড়নবিসের শপথ অনুষ্ঠান কার্যত ছিল চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশি, কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, নীতিন গড়করি, প্রকাশ জাভরেকর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কর্নাটকের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এনসিপি-প্রধান শারদ পাওয়ার, ওই দলের নেতা প্রফুল্ল প্যাটেল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, রতন টাটা, অনিল আম্বানিসহ দেশের প্রথম সারির শিল্পপতি, বলিউড তারকাসহ প্রায় ৩০ হাজার অতিথি উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল বাণিজ্যনগরীকে। স্টেডিয়াম চত্বর কার্যত দুর্গের চেহারা নিয়েছিল। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শিবসেনা হাজির থাকবে কি না সে বিষয়ে সংশয় ছিল। যদিও যাবতীয় সংশয় কাটিয়ে এদিন ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে।

সদ্যসমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ১২২টি পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্দপ্রকাশ করলেও ম্যাজিক (১৪৫টি আসন) ছুঁতে পারেনি বিজেপি। এ অবস্থায় সংখ্যালঘু সরকার গড়ল তারা। কারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দরকার আরও ২৩টি আসন। এরই মধ্যে কিছুটা নাটকীয়ভাবে আগ বাড়িয়ে বিজেপিকে বাইরে থেকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।

 

 

 

সর্বশেষ খবর