শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইউক্রেনে গ্যাস দিতে রাশিয়া রাজি

রাশিয়া চলতি শীত মৌসুমে আবার ইউক্রেনে গ্যাস সরবরাহ শুরু করতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যস্থতায় এ বিষয়ে আলোচনায় ঐক্যমত হয়েছে। আলোচনায় ইউক্রেনের মধ্য দিয়ে ইইউভুক্ত দেশগুলোতে গ্যাস সরবরাহের বিষয়টিও নিশ্চিত হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোস ম্যানুয়েল বারোসো বৃহস্পতিবার বলেন, 'এখন ইউরোপের জনগণকে এই শীত মৌসুমে ঠাণ্ডায় কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।' ইইউ'র জ্বালানি বিষয়ক প্রধান গুয়েন্তার ওয়েটিঙ্গার বলেন, তিনি এ ব্যাপারে আত্দবিশ্বাসী যে ইউক্রেন তার প্রয়োজনীয় গ্যাসের মূল্য পরিশোধ করতে পারবে। এএফপি

সর্বশেষ খবর