শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
ইবোলার প্রাদুর্ভাবের জের

পশ্চিম আফ্রিকার উপর এবার কানাডার ভিসা নিষেধাজ্ঞা

পশ্চিম আফ্রিকার উপর এবার কানাডার ভিসা নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার পর এবার কানাডা পশ্চিম আফ্রিকার মারাত্মক ইবোলা সংক্রমিত দেশগুলোর উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রাণঘাতি এ ভাইরাসের প্রবেশ ঠেকানোর লক্ষ্যেই গতকাল দেশটির সরকার এমন পদক্ষেপ নিয়েছে। এর আওতায় পশ্চিম আফ্রিকার যেসব দেশে ভাইরাসটির ব্যাপক বিস্তার ঘটেছে সেসব দেশের নাগরিক ও বসবাসকারী ব্যক্তিদেরকে কানাডা ভ্রমণের ভিসা দেওয়া হবে না। গত সপ্তাহে অস্ট্রেলিয়ান সরকারও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। খবর দ্য হিন্দু অনলাইনের

কানাডার স্বাস্থ্যমন্ত্রী রোনা অ্যামব্রুস এক বিবৃতিতে বলেন, 'সরকারের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে কানাডিয়ান নাগরিকদেরকে ভাইরাসটি থেকে রক্ষা করা। ' আর অভিবাসন মন্ত্রী জেসন আলেক্সান্ডার বলেন, 'সরকার কানাডার নাগরিকদের সেরা স্বার্থের লক্ষ্যেই কাজ করবে।'

তবে স্বাস্থ্যকর্মীসহ যেসব কানাডিয়ান বর্তমানে পশ্চিম আফ্রিকায় আছেন তারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। তাদেরকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে বলে সরকার জানিয়েছে।

কানাডায় এখনো ইবোলা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেনি। পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে ৫ হাজারের মতো মানুষ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন। 

বিডি-প্রতিদিন/ ১ নভেম্বর ২০১৪/শরীফ
 

সর্বশেষ খবর