রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

আফগানিস্তানে খেলার মাঠে বোমা হামলা, নিহত ৪৫

আফগানিস্তানে খেলার মাঠে বোমা হামলা, নিহত ৪৫

আফগানিস্তানে একটি ভলিবল টুর্নামেন্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন।

আজ রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশসনের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

পাকটিকা প্রশাসনের মুখপাত্র মোখিস আফগান বলেন, পাকিস্তান সীমান্তে ইয়াহিয়াখাইল এলাকায় রবিবার বিকেলে এই বোমা হামলার ঘটনা ঘটে। ভলিবল খেলার দর্শকদের ভিড়ে এই আত্মঘাতী হামলা হয়।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে সন্দেহের তীর তালিবানের দিকে।

দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো ও মার্কিন সেনাবাহিনীকে ২০১৪ সালের পরও দেশে রাখতে যেদিন খসড়া প্রস্তাবে সই করছে আফগান সংসদ, ঠিক সেই দিনই এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।

প্রসঙ্গত, ২০১৪ সালের পরও ন্যাটো ও মার্কিন সৈন্য আফগানিস্তানে থাকবে—এই মর্মে একটি খসড়া প্রস্তাব আনে আফগান সংসদ। রবিবার এই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভোটি হয়েছে। পক্ষে ভোট পড়েছে ১৫২টি, বিপরীতে মাত্র ৫টি। প্রস্তাবটি পাশ হলে আগামী বছর অন্তত ১২ হাজার ন্যাটো সৈন্য থাকবে আফগানিস্তানে।

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৪/মাহবুব
 

সর্বশেষ খবর