সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

আফগানিস্তানে খেলার মাঠে আত্মঘাতী হামলায় নিহত ৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভলিবল টুর্নামেন্ট চলাকালে আত্মঘাতী বোমাহামলায় অন্তত ৫০ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাকটিকা প্রদেশের ইয়াহিয়া খেইল এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। প্রদেশিক গভর্নরের মুখপাত্র মুখলেস আফগান জানান, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা দেখতে তারা সেখানে সমবেত হয়েছিল। আফগানিস্তানে ১৩ বছরের যুদ্ধ শেষে বিদেশি বাহিনী চলে যেতে শুরু করার পর থেকে তালেবান ও অন্যান্য জিহাদি জঙ্গিরা এ বছর দেশটিতে দফায় দফায় এ ধরনের আত্মঘাতী বোমাহামলা চালিয়ে আসছে। আগামী মাসে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার হয়ে যাওয়ার পরও আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য প্রায় ১২ হাজার সেনা রেখে দেওয়ার বিষয়ে আফগানিস্তানের এমপিরা নেটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরপরই সর্বশেষ এ বোমাহামলা হলো।

 

 

সর্বশেষ খবর