সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইকুয়েডরের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

ইকুয়েডরের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

যুক্তরাষ্ট্র ইকুয়েডরের প্রেসিডেন্টের ব্যক্তিগত ইন্টারনেট অ্যাকাউন্ট এবং কম্পিউটারে সাইবার হামলা চালিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট অভিযোগ করেছেন। বৃহস্পতিবার উঁচু প্রযুক্তি ব্যবহার করে সংঘবদ্ধ এ সব হামলা চালান হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টুইটারে এক কঠোর বার্তা এবং লাতিন আমেরিকার সংবাদ মাধ্যমের কাছে দেয়া বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট কোরেয়া বলেন, হামলাকারীরা সফল হবে না। বৃহস্পতিবার সারাদিন ধরে এ হামলা চালানো হয়েছে সাইবার হামলাকারীরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার এবং আড়িপেতে আলাপ শোনার চেষ্টা করেছে বলে সাপ্তাহিক সিটিজেনকে জানিয়েছেন তিনি। এ সাইবার হামলার সঙ্গে জড়িত সার্ভারটি যুক্তরাষ্ট্রের বলেও জানান তিনি।

গত মার্চেও সাইবার হামলার অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট কোরেরা। এ ছাড়া কম্পিউটার ব্যবস্থার বিরুদ্ধে সম্ভাব্য হামলা প্রতিহত করার জন্য চলতি বছরের গ্রীষ্মকালে সাইবার প্রতিরক্ষা বিভাগও গঠন করেছে ইকুয়েডর।

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর