সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মরক্কোয় বন্যায় নিহত ৩০

মরক্কোয় বন্যায় নিহত ৩০

দক্ষিণ মরক্কোয় ভয়াবহ বন্যার আঘাতে অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

ভারি বর্ষণের কারণে দেশটির কয়েকটি অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও কমিটি জানায়।

কর্তৃপক্ষ আরো জানায়, গুয়েলমিম, আগাদির এবং ঔরাযাযাতি এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির স্রোতে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের উদ্ধারে অভিযান চলছে। গুয়েলমিম অঞ্চলের একই পরিবারের আটজন সদস্য মারা গেছে বলেও জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্ধার অভিযানে ১৩০টি গাড়ি এবং নৌকা ব্যবহার করা হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া অঞ্চলগুলোতে হেলিকপ্টার দিয়েও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার মরক্কো প্রতিনিধি ব্রাহিম বওলিদ জানান, 'আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে যে আরো ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাক্কার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থা গ্রহন করছে বলে জানা গেছে।'

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর