মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে মমতা

মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে মমতা

সারদা তদন্তে নাজেহাল তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। এ ছাড়া গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তাকে দাঙ্গাগুরু আখ্যা দিয়ে মমতা বলেন, রাজনীতির নামে ধর্মগুরুর পোশাক পরে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়ে চলে যাবে তা হবে না। আমরা দাঙ্গাগুরু চাই না, ধর্মগুরুকে শ্রদ্ধা জানাই। মুখ্যমন্ত্রী হওয়ার পরও মিছিলে হেঁটেছেন তিনি। তবে মোদি সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথে নামলেন মমতা। সারদা তদন্তে তার দল যে কেন্দ্রের রাজনৈতিক চক্রান্তের শিকার সাধারণ মানুষকে তা বোঝাতে পথে নামেন তিনি। সারদার তদন্তে তৃণমূলের একাধিক সাংসদ ও মন্ত্রীর নাম উঠেছে। এ অবস্থায়, দলের স্বচ্ছ ভাবমূর্তি পুনরুদ্ধারে নিজেই মাঠে নামেন এই তৃণমূল নেত্রী। সামনেই পুরভোট, প্রচারে সারদাকে ইস্যু করে তৃণমূলকে বিঁধবে বিজেপি। আর তাই বিজেপিকে ঠেকাতে এই পাল্টা আন্দোলন। পুর ভোটের আগে তৃণমূল কর্মীদের কাছে পুরনো ইমেজ ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন 'আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে, তাদের (বিজেপি) করতে দিন। আমিও দেখিয়ে দেব।

 

 

সর্বশেষ খবর