মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইরানের পরমাণু আলোচনার সময়সীমা বাড়ল

বিশ্বের ছয় ক্ষমতাধর দেশ ও ইরানের কূটনীতিকরা গতকাল নির্ধারিত সময়সীমার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পরমাণু আলোচনা মুলতবি করা হয়েছে। আগামী বছরের জুন মাসে পরবর্তী আলোচনা শুরু হবে। কূটনীতিকরা জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে এর আগে যে মতপার্থক্য ছিল তা এখনো রয়েছে। ফলে ভিয়েনা বৈঠকে চুক্তি নিয়ে আলোচনার সময়সীমা বাড়ানো হয়েছে। জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি চায়, জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জবাবে ইরান তার পারমাণবিক কর্মসূচি কাঁটছাট করুক। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখান করেছে। তেহরানের দাবি, তারা বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। আলজাজিরা।

 

 

সর্বশেষ খবর