বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা, নিহত ৯০

সিরিয়ার রাক্কা শহরে মঙ্গলবার তাকফিরি গোষ্ঠী আইএসের অবস্থানে সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে। উত্তরাঞ্চলের ওই শহরটির আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ১২৫ জন আহত হয়েছেন। হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বাকিরা সবাই আইএসের সদস্য। স্থানীয় মানবাধিকারকর্মীরা জানান, রাক্কা রেড ক্রিসেন্টের কর্মীরা ৬০টিরও বেশি লাশ ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই বিমান হামলায় অন্তত তিন শিশু নিহত হয়েছে। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, 'শহরের শিল্প এলাকায় চালানো ধারাবাহিক দুটি বিমান হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।' তিনি বলেন, প্রথম হামলায় হতাহতদের উদ্ধারের আগেই দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয়। আল জাজিরা।

সর্বশেষ খবর