শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'ভারতের সঙ্গে সংলাপে বসতে আমরা রাজি\\\'

\\\'ভারতের সঙ্গে সংলাপে বসতে আমরা রাজি\\\'

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, সব ইস্যুতে ভারতের সঙ্গে কার্যকর সংলাপে বসতে পাকিস্তান রাজি।

গতকাল বৃহস্পতিবার রাতে নেপালে সার্ক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার মুহূর্তে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, 'কাশ্মিরসহ সব ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান। তবে তা হতে হবে কার্যকর সংলাপ।'

তেহরিক ই ইনসাফ পার্টির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের মর্যাদা কিংবা ভাবমূর্তি কারো দ্বারা ক্ষুণ্ন হোক তিনি তা মেনে নেবেন না। বিক্ষোভে দেশের কোনো ক্ষতি হলে তা মানা হবে না।

জনগণ বিক্ষোভের জন্য ইমরান খানকে ভোট দেয়নি উল্লেখ করে নওয়াজ বলেন, 'এটা ইমরানের দলীয় নয়, ব্যক্তিগত আন্দোলন। তার বিক্ষোভ জাতীয় উদ্দেশ্যে হলে, এসব করতে পারতেন না।'

বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর