শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

নাইজেরিয়ায় জুমার সময় বোমা হামলায় শতাধিক নিহত

নাইজেরিয়ায় জুমার সময় বোমা হামলায় শতাধিক নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর কানোর 'আমিরস প্যালেস' মসজিদের বাইরে জুমার নামাজের সময় শক্তিশালী দু’টি বোমা বিস্ফোরণে শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিহতের সংখ্যা ১২০।

গতকাল শুক্রবার জুমার নামাজের জনসমাগম লক্ষ্য করে এ বোমা হামল‍া চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর তারা গুলবিনিময়ের শব্দ শ‍ুনেছেন। তবে কারা এটা করেছে তা জানাতে পারেনি কেউ।

স্থানীয় বাসিন্দা আমিনু আব্দুল্লাহি জানান, জুমার নামাজ শুরু হওয়ার পরপরই শাহী মসজিদের বাইরে পরপর দু’টি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণস্থলের অদূরে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদের ভেতরে কানো শহরের প্রশাসক (আমরি) সানসুই লামিদো অবস্থান করছিলেন।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর বোকো হারামের সশস্ত্র বাহিনীর ওপর।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর