শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে মারাত্মক হুমকি\\\'

\\\'যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে মারাত্মক হুমকি\\\'

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি এন্তোনভ। কারণ দেশটি এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি ক্রমেই জোরদার করছে। পারমাণবিক যুদ্ধ জাহাজ ও বোমারু বিমান অঞ্চলটিতে স্থাপন করছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির অজুহাতে যুক্তরাষ্ট্র এখন বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গড়ে তুলছে যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকেও অস্থিতিশীল করে তুলবে। উক্রেন ইস্যুতে যখন ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে টানাপড়েন বাড়ছে তখন এসব মন্তব্য  করলেন রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী।

সহিংসতা উস্কে দিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া সেনা মোতায়েন করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করে আসছে। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এর কোনো ভিত্তি নেই। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো।

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৪/শরীফ
 

সর্বশেষ খবর