শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

নাইজেরিয়ায় হামলায় প্রেসিডেন্টের নিন্দা

নাইজেরিয়ায় হামলায় প্রেসিডেন্টের নিন্দা

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। তিনি শত্রুদের মোকাবেলায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।

শুক্রবার উত্তর নাইজেরিয়ার বৃহত্তম শহর কানোর প্রধান মসজিদে বন্দুকধারীদের তিনটি বোমা হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন। জুমার নামাজ শুরু হওয়ার পর এই হামলা চালানো হয়।

নাইজেরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলায় দায় স্বীকার করে কেউ বার্তা দেয়নি।
 

 

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর