শিরোনাম
শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভেনেজুয়েলায় ওষুধ খেয়ে ৩৫ বন্দীর মৃত্যু

ভেনেজুয়েলায় ওষুধ খেয়ে ৩৫ বন্দীর মৃত্যু

প্রতিকী ছবি

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারের হাসপাতালে ওষুধ খেয়ে ৩৫ বন্দীর মৃত্যু হয়েছে। এতে আরও ১০০ বন্দী অসুস্থ হয়ে পড়েছেন। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বারকুইসিমেতো জেলার ইউরিবানা কারাগারে এ ঘটনা ঘটে বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সংসদ সদস্য উইলিয়াম ওজেদা জানান, ওই কারাগারে ইনসুলিন ও উচ্চ রক্তচাপের ওষুধসহ বাজেয়াপ্ত করা বিভিন্ন ওষুধ ছিল। সেগুলো তারা খেয়ে থাকতে পারেন।

এদিকে কারাগারের প্রহরীরা বন্দীদের ওপর বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করছেন স্বজনরা। দেশটির চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই মৃত্যুর ব্যাপারে কারাগারের পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে তারা।

বৃহস্পতিবার প্রথম ১৩ জন বন্দীর মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভেনেজুয়েলায়।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর