মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

আইএসবিরোধী অভিযানে আরও সেনা

আইএসবিরোধী অভিযানে আরও সেনা

ইরাকে আইএস (ইসলামিক স্টেট) নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে আরও সেনা পাঠানো হচ্ছে। এক মার্কিন সেনা কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানান। খবর বিবিসির।

আইএসবিরোধী অভিযানের সমন্বয়ক লেফট্যানেন্ট জেনারেল জেমস টেরি জানান, ইরাকে আরও ১৫০০ সেনা পাঠানো হবে। এ সেনারা যুক্তরাষ্ট্রের পূর্ব প্রতিশ্রুত ৩১০০ সৈন্যের সঙ্গে যোগ দেবে।

নতুন এই সেনাদের জোটভুক্ত কোন কোন দেশ সরবরাহ করবে তা জানাননি টেরি।

এর আগে এক উপদেষ্টা পর্ষদের নিয়মানুযায়ী ইরাকে ৩১০০ সেনা পাঠাতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

টেরি জানান, গত সপ্তাহে আইএস ইস্যু নিয়ে জোটভুক্ত দেশগুলোর বৈঠকে ওই অঞ্চলের (ইরাক) নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, ইরাকি বাহিনীকে শক্তিশালী করতে জোট কাজ করছে। ইরাকি সামরিক বাহিনী প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর