শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সোনিয়া গান্ধীর অবস্থা অপরিবর্তিত

সোনিয়া গান্ধীর অবস্থা অপরিবর্তিত

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফুফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক অরুপ কুমার বসুর তত্ত্বাবধানে রয়েছেন কংগ্রেস সভানেত্রী।  অরুপ বসুর নেতৃত্বে গঠিত এক মেডিক্যাল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক বিবৃতিতে হাসপাতাল সূত্র জানিয়েছে, 'সোনিয়া গান্ধী আজ(বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ফুসফুস সংক্রামণে ভুগছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।'

২০১১ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অস্ত্রোপচরের পর থেকেই সোনিয়ার স্বাস্থ্যের অবনতি হয়। সে সময় পাঁচ সপ্তাহ তিনি নিউ ইয়র্কে থাকেন এবং তার চিকিৎসার বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। এর আগে ২০০৮ সালে তিনি বেশ কিছুদিন হাঁপানি সমস্যায় ভোগেন।

বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর