রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'সামরিক বাহিনীর উন্নয়ন অব্যাহত থাকবে\\\'

\\\'সামরিক বাহিনীর উন্নয়ন অব্যাহত থাকবে\\\'

সাম্প্রতিক অার্থিক বিপর্যয় এবং ইউক্রেন ইসু্যতে পশ্চিমাদের চাপ সত্ত্বেও রাশিয়া তার সামগ্রিক সামরিক বাহিনীর উন্নয়ন অব্যাহত রাখবে। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এমন ঘোষণা দেন তিনি।

পুতিন বলেন, 'রুশ পারমাণবিক বাহিনী বিশ্বে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে সম্ভাব্য আগ্রাসন চালানোর বিষয়টি কার্যকরভাবে প্রতিহত করেছে এ বাহিনী।'

রুশ সেনাবাহিনীকে ৫০টি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেয়া হতে পারে বলেও ঘোষণা করেন পুতিন। ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সাহস, পেশাদারি মনোভাব প্রদর্শনের জন্য রুশ সেনা নেতৃত্ব ও সেনা সদস্যদের ধন্যবাদ জানান পুতিন।

উল্লেখ্য, অতি সম্প্রতি রুশ মুদ্রা রুবেলের ব্যাপক মূল্য হ্রাস ঘটে। এর ফলে দেশটির অর্থনীতি বিপর্যয়ের মুখে রয়েছে।

বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর