রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইবোলায় প্রাণহানি \\\'৭৩৭৩\\\'

ইবোলায় প্রাণহানি \\\'৭৩৭৩\\\'

বিশ্বে প্রধানত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস ইবোলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৭৩। মূলত পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়াতেই ইবোলায় এ প্রাণহানি হয়েছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩১ জন। এদের মধ্যেই ৭৩৭৩ রানের প্রাণহানি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' শনিবার ইবোলায় প্রাণহানির বিষয়ে সর্বশেষ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের

হু'র পরিসংখ্যানে বলা হয়, সিয়েরা লিওনে ইবোলা আক্রান্তের সংখ্যা আট হাজার ৭৫৯। আর লাইবেরিয়ায় সাত হাজার ৮১৯। এ দেশ দুটিতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা যথাক্রমে দুই হাজার ৪৭৭ ও তিন হাজার ৩৪৬।

এদিকে, পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলো সফর করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওন সফর করেন।

বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৪/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর