রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

গুয়ান্তানামো থেকে ছাড়া পেয়েছেন ৪ আফগান

গুয়ান্তানামো থেকে ছাড়া পেয়েছেন ৪ আফগান

বিশ্বের কুখ্যাত বন্দিশালা গুয়ান্তানামো বে থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফিরেছেন চার আফগান। পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

তাদের সম্পর্কে শনিবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, 'যুক্তরাষ্ট্রে ছয়টি দপ্তর এবং টাস্ক ফোর্স নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর তাদের মুক্তি দেয়া হয়েছে।'

কিউবার ওই মার্কিন কারাগারে সবমিলিয়ে আট আফগান নাগরিক বন্দী ছিলেন। তাদের মধ্য থেকে শনিবার ওই চার জন ছাড়া পেয়েছেন। এরা হলেন, শাওয়ালি খান, খি আলি গুল, আবদুল গনি এবং মোহাম্মদ জহির। কোনো রকম অভিযোগ গঠন করা ছাড়াই মার্কিন কর্তৃপক্ষ গত দশ বছরের বেশি সময় ধরে তাদের গুয়ান্তানামোতে আটকে রেখেছিলেন।

শনিবার এক মার্কিন সামরিক বিমানে করে ওই চারজন কাবুল পৌঁছেছেন। তাদেরকে আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

আফগানিস্তানের এক সরকারি সূত্র জানিয়েছে, শ্রীঘ্রই এই চার ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন।

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর