রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেতেই হবে, হুঁশিয়ারি তোগাড়িয়াদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেতেই হবে, হুঁশিয়ারি তোগাড়িয়াদের

নতুন করে হুমকির সুরে কথা বলে শোরগোল ফেলে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্তা প্রবীণ তোগাড়িয়া। তিনি বললেন, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে তিন কোটি লোক পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এদের বাক্স-প্যাঁটরা নিতে ফিরে যেতেই হবে। তবে যে হিন্দুরা ধর্মীয় কারণে ওখান থেকে উৎখাত হয়েছেন, তারা সসম্মানে থাকবেন।

কলকাতায় হিন্দুত্ব সম্মেলনে হাজির ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস কর্তারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসনে মানুষ অধৈর্য হয়ে উঠেছে, এই দাবি করেন হিন্দুত্ববাদী নেতারা।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেতেই হবে, হুঁশিয়ারি তোগাড়িয়াদের বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি প্রবীণ তোগাড়িয়া বলেন, 'বাংলাদেশ থেকে তিন কোটি লোক সীমান্ত পেরিয়ে এই বাংলায় ঢুকে পড়েছে। তারা নাশকতার উদ্দেশ্য নিয়ে এসেছে। এদেরকে চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই কাজ শুরু করবে বলে আশা করি। তবে আমি জানি, অনেক হিন্দুকে ওখান থেকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে মুসলমানরা। তারা নিশ্চিত থাকুন। আপনারা সম্মান নিয়েই এ দেশে থাকবেন।'

আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, 'অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আর নয়। আমাদের মাতৃভূমিতে এসে বহিরাগতরা নাশকতা চালাবে, এটা চলবে না।'

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা শেষ হলেই 'পুশব্যাক' করার কাজ শুরু হবে। সিপিএম সাংসদ মহম্মদ সেলিম এ প্রসঙ্গে বলেছেন, 'যে তিন কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীর কথা বলা হচ্ছে, তারা আসলে বাংলাভাষী মুসলমান। ভারতের নাগরিক। এই ধর্মান্ধতার জন্যই পেশোয়ারের মতো ঘটনা ঘটছে।'

বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর