রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অশান্তি বেড়েই চলছে তৃণমূলে

অশান্তি বেড়েই চলছে তৃণমূলে

তৃণমূলের ঘরে অশান্তি যেন বেড়েই চলেছে। একদিকে সারদা তদন্তে সিবিআই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। অন্যদিকে অন্দরমহলেই বিদ্রোহের ঝড়। কখনো দলবদল করে নেতারা যাচ্ছেন বিজেপিতে। কোথাও আবার প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেতারা। কারা কারা বিদ্রোহ করতে পারেন সে তালিকা তৈরি করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শীর্ষ নেতারা। এদিকে ২৮ জানুয়ারি মুকুল রায়ের সিবিআই হাজিরা। তৃণমূল সাংসদের আর্জি মঞ্জুর করেছে সিবিআই।

এর আগের দিনই সুপ্রিমকোর্টে মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিবি্বল। স্বস্তি বলতে এতটুকুই। ২৮ জানুয়ারি মুকুল রায়ের সিবিআই হাজিরার দিনই রাজ্যজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে যাচ্ছে তৃণমূল। তবে দলের অন্দরে ভাঙনের জেরে আদৌ সেই কর্মসূচি সফল হবে কিনা, তা নিয়েও চিন্তায় থিংক-ট্যাংক।

এদিকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন হিন্দি সিনেমার এক সময়কার 'ড্রিমগার্ল'খ্যাত হেমা মালিনী। তিনি বলেন, সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। তাই এ রাজ্যে পরিবর্তন দরকার। কলকাতায় নিজের গানের সিডি উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য খুবই সমৃদ্ধশালী। কিন্তু তা রক্ষা করতে গেলে রাজ্যের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার। দিল্লিতে নরেন্দ্র মোদি যেভাবে একের পর এক উন্নয়নমূলক কাজ করছেন, তা থেকে রাজ্যের অবশ্যই শেখার আছে। জি নিউজ।

 

 

সর্বশেষ খবর