রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

ইয়েমেনের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

ইয়েমেনের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশটির সংসদ প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পদত্যাগপত্র গ্রহণ হবে কি না, সে সম্পর্কে আজ সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে। সংসদে শুক্রবার এক জরুরি অধিবেশনে তারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইস্তফা দেন। প্রেসিডেন্ট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার দেশের নিয়ন্ত্রণ দখল করে হুথি মিলিশিয়া বাহিনী। এর পরই পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি। বিবিসি।

 

 

সর্বশেষ খবর