সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
জাতিসংঘের নিন্দা

ইউক্রেনের বন্দরে হামলায় নিহত ৩০

আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন। পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর মারিয়ুপোলে গতকাল আক্রমণ শুরু করেছে দেশটির রুশপন্থি বিদ্রোহীরা। এদিকে মারিয়ুপোল আক্রমণের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা শান্তির পক্ষে, কিন্তু আমরা শত্রুদের এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। অন্যদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার বিদ্রোহীদের আক্রমণে অন্তত ৩০ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন বলে মারিয়ুপোল নগর প্রশাসন জানিয়েছে। বিদ্রোহীরা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিআরএডি থেকে শহরটিতে রকেট নিক্ষেপ করছে বলে অভিযোগ করেছে নগর প্রশাসন। আজোভ সাগরের তীরে পাঁচ লাখ বাসিন্দার এই বন্দর শহরটি পূর্ব ইউক্রেনের ইস্পাত ও শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। বিদ্রোহী নেতা আলেকজান্দার জাখারচেনকো বলেন, মারিয়ুপোলে আক্রমণ শুরু হয়েছে। এটিই হতে পারে সবচেয়ে বড় মনুমেন্ট। আগামী কয়েকদিনের মধ্যে বিদ্রোহীরা দোনেতস্কের উত্তরপূর্ব দিকের দেবালৎসেভি টাউনও ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন জাখারচেনকো। এদিকে মারিয়ুপোলে বিদ্রোহী আক্রমণের মুখে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর