সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মালয়েশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইট হ্যাকড

মালয়েশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইট হ্যাকড

মালয়েশিয়া এয়ারলাইন্সের আনুষ্ঠানিক ওয়েবসাইট কয়েক ঘণ্টার জন্য হ্যাকিংয়ের শিকার হয়েছে। আজ ‘অফিসিয়াল সাইবার ক্যালিফেট’ নামে এক হ্যাকিং গোষ্ঠী এই কাজ করে বলে। খবর ইন্ডিয়া টুডে'র

প্রতিবেদনে বলা হয়, আজ www.malaysiaairlines.com নামের ওয়েবসাইটি হ্যাকিংয়ের পর ওই ঠিকানাই ঢোকামাত্রই টুপি ও টুক্সেডো (নৈশ ভোজের সময় পরিধেয় পোশাক) পরিহিত একটি টিকটিকি জাতীয় প্রাণি দেখা যাচ্ছিল। তার মাথার ওপরে লেখা রয়েছে ৪০৪-প্লেন নট ফাউন্ড। আর নিচের দিকে লেখা হ্যাকড বাই লিজার্ড স্কোয়ার্ড-অফিসিয়াল সাইবার ক্যালিফেট। এছাড়া হ্যাকাররা ওই সাইটে ৩টি আনভেরিফাইড টুইটার একাউন্ট এবং একটি গানের রেকর্ড সংযুক্ত করে।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স যোগাযোগ করলে এয়ারলাইনস কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত বছর মালয়েশিয়া সরকার এয়ারলাাইন্সটিকে বেসরকারি খাতে হস্তান্তর করেছে।

বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর