মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এবার হ্যাকিংয়ের শিকার মালয়েশিয়ান এয়ারলাইন্স

এবার হ্যাকিংয়ের শিকার মালয়েশিয়ান এয়ারলাইন্স

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়ে এমনিতেই বিধ্বস্ত মালয়েশিয়ান এয়ারলাইন্স। এবার উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানটির ওপর হানা দিয়েছে হ্যাকাররা। ‘ইসলামিক স্টেট (আইএস)’ জঙ্গি গোষ্ঠীর ওই হ্যাকাররা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটটি হ্যাক করেছে।‘সাইবার খলিফা’ নামের হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের দাবি করেছে।

হ্যাকাররা প্রথমে ওয়েবসাইটে তাদের টুইটার অ্যাকাউন্ট প্রকাশ করে। পরে ওয়েবসাইটে লিখে দেওয়া হয় ‘প্লেন নট ফাউন্ড’ বা ‘উড়োজাহাজ নিখোঁজ’। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়েবসাইট পুনরুদ্ধারের জন্য উঠেপড়ে লেগেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগে কয়েকবার ফোন করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এমএইচ-৩৭০ ও এমএইচ-১৭ ফ্লাইট দুর্ঘটনার মধ্য দিয়ে দুঃসহ ২০১৪ সাল কাটানোর পর চলতি বছরের শুরুতেই এতো বড় ধাক্কা খেল বর্তমান সময়ে আলোচিত উড়োজাহাজ পরিচালনা সংস্থাটি। এমএইচ-১৭ ইউক্রেনে বিধ্বস্ত হলেও এমএইচ-৩৭০’র কোনো হদিস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এএফপি।

বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর