বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

\\\'ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান\\\'

\\\'ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান\\\'

সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের ভিত্তিতে পাকিস্তান ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য তা গুরুত্বপূর্ণ বলেও জানান নওয়াজ। ইসলামাবাদে ভারতে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত আবদুল বাসিতের সঙ্গে আজ এক বৈঠকে এসব কথা বলেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস তাদের এক প্রতিবেদনে আজ এ কথা জানায়। খবর ইন্ডিয়া টুডে'র

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে নওয়াজ শরীফকে ব্রিফ করতেই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, 'ভারতসহ সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় পাকিস্তান এবং অঞ্চলটিতে শান্তি অানয়নের কামনা করে।'

কাশ্মীরসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ের সমাধান উভয় দেশের জন্যই আবশ্যক বলে মনে করেন বলেও বৈঠকে জানান নওয়াজ। বাসিত প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর