বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিশ্বরাজনীতিতে নতুন উত্তাপ

বিশ্বরাজনীতিতে নতুন উত্তাপ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর ইস্যুতে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপের সৃষ্টি হয়েছে। এ সফরকে চীন ও পাকিস্তান খুব ভালো চোখে নেয়নি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রধান অতিথি করছে চীন। মঙ্গলবার চীন এক ঘোষণায় জানিয়েছে, তারা বড় ধরনের সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা নিয়েছে। আর এতে প্রধান অতিথি থাকবেন পুতিন। গতকাল বার্তা সংস্থা পিটিআইর খবরে এ তথ্য জানানো হয়েছে। চীনের কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবে রাজধানী বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। এ উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে বেইজিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর প্রধান ফু ঝেংহুয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রাশিয়ার শীর্ষ নেতা এবারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনুষ্ঠানে যোগ দেবেন। অন্য দেশের নেতারাও থাকবেন। চীনের সামরিক বাহিনীর কোনো অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতির ঘটনা হবে এই প্রথম। এদিকে চীন প্রতি ১০ বছর পর পর প্রজাতন্ত্র দিবস উদযাপনের বিশেষ আয়োজন করে। দেশটি 'প্রজাতান্ত্রিক রাষ্ট্র' হিসেবে ঘোষিত হয় ১৯৪৯ সালে। সবশেষ ২০০৯ সালে এ অনুষ্ঠান হয়। হিসাবমতে, ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবস পালন করার কথা চীনের। তবে এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করবে চীন। অন্যদিকে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বারাক ওবামা। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দুই দেশ। ভারতের এ উদ্যোগকে সহজে গ্রহণ করতে পারেনি চীন। কুচকাওয়াজে ওবামার প্রতিদ্বন্দ্বী পুতিনকে প্রধান অতিথি করার ঘোষণার মধ্য দিয়ে তা যেন প্রতিষ্ঠিত করল চীন সরকার। অন্যদিকে গতকাল টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সুসম্পর্ক বজায় রাখতে চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সুষমা। টাইমস অব ইন্ডিয়া।

 

সর্বশেষ খবর