বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ইন্দো-মার্কিন পরমাণু চুক্তি নেতিবাচক প্রভাব ফেলবে : ইসলামাবাদ

নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে অবস্থান

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক চুক্তি দক্ষিণ এশিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে এমন মন্তব্য করেছে পাকিস্তান। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওবামার তিন দিনের সফর শেষ হওয়ার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল এসব কথা বলেন। সম্প্রতি দেশটিতে সফর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় উভয় দেশ পারমাণবিক চুক্তির অচলাবস্থা ভাঙার ব্যাপারে একমত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। ২০০৮ সালে ভারতে বেসামরিক পরমাণু প্রযুক্তি প্রবেশে অনুমতি দিয়ে উভয় দেশের মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়। তবে ভারতে পারমাণবিক দুর্ঘটনার দায় না নেওয়ার আইন বিদ্যমান থাকায় চুক্তিটি ঝুলে যায়। চুক্তিটির অচলাবস্থা কাটানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, পাকিস্তান আশা করে দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রাখবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ পেতে যুক্তরাষ্ট্রের সমর্থনে 'দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বিঘি্নত হবে' বলে অভিযোগ করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর বিষয়ক বিতর্কে ভারত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (এনএসজি) সিদ্ধান্ত লঙ্ঘন করায় দেশটি এ ধরনের পদের যোগ্য নয় বলে দাবি করেছেন আজিজ। এদিকে পাঞ্জারের গভর্নর চৌধুরী সারওয়ার বলেছেন, পাকিস্তানকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর তার দেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা। দ্য ডন, এনডিটিভি।

সর্বশেষ খবর