শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
এয়ার এশিয়া ট্র্যাজেডি

বিমান চালাচ্ছিলেন কো-পাইলট

ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য

বিমান চালাচ্ছিলেন কো-পাইলট

গত ডিসেম্বরে ১৬২ জন আরোহীসহ জাভা সাগরে বিধ্বস্ত হওয়া এয়ার এশিয়ার কিউজেড-৮৫০১ ফ্লাইটের বিমানটি চালাচ্ছিলেন ফরাসি কো-পাইলট। ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (এনটিএসসি) প্রধান তদন্তকারী মার্দযোনে সিসবোসুয়ার্নো গতকাল এ তথ্য জানিয়েছেন। উদ্ধার করা ব্ল্যাকবক্স ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে তদন্তকারীরা শেষ মুহূর্তে এয়ার এশিয়ার ফ্লাইটটির কী হয়েছিল তার 'সন্তোষজনক তথ্য' পেলেও বিস্তারিত কিছু জানাননি। সিসবোসুয়ার্নো জানিয়েছেন, সেকেন্ড-ইন-কমান্ড, যাকে কো-পাইলট বলা হয়, যিনি সাধারণত ককপিটের ডানদিকে বসেন, ওই সময় তিনি বিমানটি চালাচ্ছিলেন। বামদিকে বসে বিমানের ক্যাপ্টেন পাইলটকে পর্যবেক্ষণ করছিলেন। বিমানটি যখন ওপরে উঠতে শুরু করে হঠাৎ আবার নিচের দিকে নামতে থাকে তখন ৫৩ বছর বয়সী ক্যাপ্টেন ইরিয়ান্তো কো-পাইলট ফরাসি নাগরিক রেমি প্লেসেলের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা। তদন্তকারীরা জানিয়েছেন, ককপিটের ভয়েস ও ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য থেকে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানটি স্থির উচ্চতায় কিছুটা কম গতিতে চলছিল। ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় ৪০ মিনিট পথ অতিক্রম করার পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিবিসি, এএফপি।

 

 

সর্বশেষ খবর