শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়

ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পাকিস্তানী নারী আহত হয়েছেন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট সীমান্তে বৃহস্পতিবার রাতে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) শিয়ালকোটের চারওয়া সেক্টরে গুলি চালায়। এতে দুই নারী আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঞ্জাব ও কাশ্মীরসহ সীমান্তের নিষেধরেখায় (লাইন অব কন্ট্রোল) এ ধরনের গুলিবিনিময় ও হতাহতের ঘটনা নিত্যঘটনায় রূপ নিয়েছে।

সম্প্রতি নিষেধরেখায় সংঘাতে অন্তত ৩০ জন নিহত হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি শিয়ালকোটের শাকারগড়ে বিএসএফ'র গুলিতে অন্তত চার পাকিস্তানী নাগরিক নিহত হয়েছিল।

 

বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৫/ আহমেদ

সর্বশেষ খবর