শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

প্যারোলে মুক্ত দক্ষিণ আফ্রিকার \\\'কসাই\\\'

প্যারোলে মুক্ত দক্ষিণ আফ্রিকার \\\'কসাই\\\'

দক্ষিণ আফ্রিকার 'কসাই' খ্যাত বর্ণবাদী যুগের ডেইথ স্কোয়াডের কমান্ডার ইউজিন ডি কককে প্যারোলে (সাময়িক মুক্তি) মুক্তি দিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ শাসনামলে ১৯৮০ থেকে '৯০ এর দশকে ককের নেতৃত্বাধীন কুখ্যাত ভ্লাকপ্লাস পুলিশ ইউনিট দেশটির কৃষ্ণাঙ্গদের ওপর হত্যাযজ্ঞ চালাতো। ওই কুকীর্তির জন্য 'প্রাইম ইভিল' বা 'প্রধানমন্ত্রীর শয়তান' নামে ডাকা হত প্রাক্তন ওই পুলিশ কর্নেলকে।

কৃষ্ণাঙ্গদের নির্বিচারে হত্যার দায়ে ২০ বছর কারাভোগের পর শুক্রবার তাকে প্যারোলে মুক্তির ঘোষণা দেয় সরকার।

দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী মাইকেল মাসুটহা বলেন, 'শক্তিশালী জাতি গঠন ও সব মানুষের মধ্যে পুনর্মিলনের স্বার্থেই তাকে (কক) মুক্তি দেওয়া হবে। এ জন্যই তাকে প্যারোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

অপরাধ সংগঠনের দায়ে তাকে ১৯৯৬ সালে দুই মামলায় যাবজ্জীবন ও অন্যান্য মামলায় আরো ২৬৬ বছর কারাদণ্ড দেওয়া হয়।

তথ্যসূত্র : বিবিসি।

 

বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৫/ আহমেদ

সর্বশেষ খবর