শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বেলুনে সমুদ্র পাড়ির নতুন রেকর্ড

বেলুনে সমুদ্র পাড়ির নতুন রেকর্ড

হিলিয়াম গ্যাস ভরা বেলুনে করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন দুই ব্যক্তি। এদের একজন মার্কিন অপরজন রুশ। ইউক্রেন, সিরিয়াসহ একাধিক ইস্যুতে দেশ দুটির কূটনীতিকদের মধ্যে যখন চলছে প্রবল বিতর্ক তখন পাইলট নতুন রেকর্ড স্থাপন করে মৈত্রীর নতুন সেতু তৈরি করলেন। মার্কিন বৈমানিকের নাম ট্রয় ব্র্যাডলি এবং রুশ বৈমানিকের নাম লিওনিদ তিউখতাইয়েভ। প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার মাধ্যমে বেলুনে সর্বাধিক দূরত্ব অতিক্রমের রেকর্ড তো হয়েছেই, আরও হয়ে গেছে সর্বাধিক সময়ে বেলুনে অবস্থানের রেকর্ডও। তারা ভূকম্পনবিলাসী দ্বীপরাষ্ট্র জাপান থেকে তাদের যাত্রা শুরু করেন। তাদের বেলুনের নাম দিয়েছিলেন টু ঈগল। টু ঈগল দুই ঈগল বৈমানিককে নিয়ে ২৫ জানুয়ারি রবিবার যাত্রা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে কানাডা বা যুক্তরাষ্ট্রের কোথাও অবতরণ করা। বাতাসের গতিপথ বদলের কারণে গন্তব্য বদলাতে হয় তাদের। বেলুন চলে যায় ক্রমশ মেক্সিকাের দিকে। তারা এখন আজকের কোনো এক সময় মেক্সিকাের কোনো এক উপকূলবর্তী শহরে অবতরণের প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত তারা অতিক্রম করেছেন ৮,৪৬৫ কিলোমিটার। এএফপি।

 

 

সর্বশেষ খবর