শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সিবিআই জেরায় তৃণমূল নেতা মুকুল যা বললেন

'আমি চাই সত্য উদঘাটন হোক, প্রয়োজনে সিবিআই ডাকলে আবার আসব, সব রকম সাহায্য করব'। সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিবিআই) জেরার সামনে এমন কথা জানালেন ভারতের সাবেক রেলমন্ত্রী, তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছু পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন মুকুল রায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাকে জেরা করে সিবিআই। জেরা শেষে বেরিয়ে যাওয়ার মুখে অপেক্ষমাণ গণমাধ্যম কর্মীদের মুকুল রায় জানান, 'তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলেছি। আমি চাই সঠিক তথ্য উদঘাটিত হোক। তদন্ত যেন সঠিক পথে চলে। আমি তদন্তকারী সংস্থাকে বলেছি, সঠিক তথ্য উদঘাটনে সিবিআই যদি প্রয়োজন মনে করে তাহলে যে কোনো সময় আমাকে ডাকতে পারে, কথা বলতে পারে। আমি সব রকম সাহায্য করব'।

 

 

সর্বশেষ খবর