রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ফের ভাঙনের মুখে তৃণমূল

ফের ভাঙনের মুখে তৃণমূল

ফের তৃণমূল কংগ্রেসে ভাঙনের আশঙ্কা প্রকাশ করলেন খোদ দলেরই প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পরিস্থিতি থেকেই টোপ দিয়ে বিক্ষুব্ধদের সামলানোর চেষ্টা শুরু করলেন দলনেত্রী। কয়েক দিন আগেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলের সাংসদ দীনেশ ত্রিবেদী ও বিধায়ক সব্যসাচ দত্ত। এমনকি এও শোনা যাচ্ছে তৃণমূল ছেড়ে শীঘ্রই তারা বিজেপিতে যোগ দিতে পারেন। আর সেই অাঁচ থেকেই এ দুই বিক্ষুব্ধ নেতাকে বনগাঁ উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়। গতকাল কলকাতার কালীঘাটে নিজবাড়িতে দলের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের বর্ধিত কোর কমিটির বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। সেখানেই এ দুই নেতাকে নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়। বৈঠকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এবং তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, 'মুকুলকে বিজেপি ভয় দেখাচ্ছে- বলছে হয় জেলে যাও নয়তো দল ভেঙে দাও। জানি না সিবিআই মুকুলকে কি প্রশ্ন করেছে। তবে মুখ দেখে আমি বুঝতে পারছি, তাকে চাপ দিচ্ছে।' শুভেন্দু প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'শুভেন্দুকে ওরা (বিজেপি) বলছে হয় দলে এসো না হয় জেলে যাও। শুভেন্দু তুমি জেলে যেতে ভয় পাবে না। আমাকে যদি জেলে পাঠায়, আমিও জেলে যেতে রাজি।' সিবিআইয়ের বিরুদ্ধেও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আনেন মমতা। বৈঠকে দলের সাংসদ-মন্ত্রীদের উদ্দেশ করে মমতা বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আপনাদের যাদের যা বলার আছে দলের ভিতরে বলুন। দলের বাইরে কিছু বলবেন না। দলের মধ্যেই নিজের বক্তব্য মন খুলে বলুন।' সারদা আর্থিক কেলেঙ্কারিতে দলের একাধিক সাংসদ-মন্ত্রী জেলে রাত কাটাচ্ছেন। এ ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কয়েক সাংসদ-নেতা-মন্ত্রীকে। তার ওপর দলের সুপ্রিমো এবং দলের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের একাধিক সাংসদ ও মন্ত্রী। ভেতরে ও বাইরে যথেষ্ট অস্বস্তিকর পরিবেশ তৃণমূলে। কেউ কেউ আবার পা বাড়িয়ে আছেন বিজেপিতে যোগ দেবেন বলে। এ জায়গায় দাঁড়িয়ে নতুন করে শাস্তি দিয়ে বিড়ম্বনা ডেকে আনার মতো পরিস্থিতি দলের মধ্যে নেই। এতে আরও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন কেউ কেউ। সেখান থেকে দলে ভাঙনের আশঙ্কাও দেখা দিতে পারে।

 

 

সর্বশেষ খবর