শিরোনাম
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে ভারত। গতকাল উড়িষ্যা উপকূলের অদূরে হুইলার দ্বীপে অবস্থিত ভারতের 'ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ' (আইটিআর) এর 'লঞ্চ কমপ্লেক্স-৪' থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় অগ্নি-৫ কে। আইটিআর-এর পরিচালক এমভিকেভি প্রসাদ জানিয়েছেন পাঁচ হাজার কিলোমিটার পাল্লার পারমাণবিক ওয়্যারহেড ধারণে সক্ষম ক্ষেপণাস্ত্রটি পুবে সমগ্র চীন এবং পশ্চিমে পুরো পশ্চিম ইউরোপে আঘাত হানতে সক্ষম। ১৭ মিটার দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০ টন। এতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে 'সলিড ফুয়েল'। ক্ষেপণাস্ত্রটির তিন স্তরের উড্ডয়ন পথে প্রথম রকেটটি ওয়্যারহেডটিকে ৪০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয় রকেটটি নিয়ে যাবে ১৫০ কিলোমিটার উচ্চতায়। এএফপি।

 

 

সর্বশেষ খবর