শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
নেতানিয়াহুর বক্তব্যের জবাব দিলেন জন কেরি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তীব্র টানাপড়েন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার টানাপড়েন এখন আরও তীব্র হয়েছে। বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। সম্প্রতি এই সম্পর্কে আরও অবনতি ঘটেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও অন্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা না করার অভিযোগ আনার পর এই সংকট আরও ঘনীভূত হয়।

আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার জন্য রিপাবলিকান নেতাদের আমন্ত্রণ ভালোভাবে নেননি বারাক ওবামা ও ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসও নেতানিয়াহুর সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে বলে উল্লেখ করেছেন। রাইসের এ মন্তব্যের পরপরই নেতানিয়াহু বলেন, 'যুক্তরাষ্ট্রসহ অন্যরা এটি মেনে নিয়েছে, ইরান কয়েক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণে নিজেদের সক্ষমতা বাড়াবে।' তিনি আরও বলেন, 'আমি হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সম্মান করি। কিন্তু এ ধরনের অবশ্যম্ভাবী ব্যাপারে ইসরায়েলের প্রতি বৃহৎ হুমকি প্রতিরোধে আমি সব কিছুই করব।' ইরান ইস্যুতে নেতানিয়াহুর এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, 'তার (নেতানিয়াহু) নিজস্ব বিচার-বিবেচনা থাকতে পারে। কিন্তু এ ক্ষেত্রে (ইরান ইস্যু) তা সঠিক নয়।' ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণের সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলেও উল্লেখ করেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর