শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রেল ভাড়া না বাড়িয়ে চমক দেখালেন মোদি

রেল ভাড়া না বাড়িয়ে চমক দেখালেন মোদি

যাত্রী ভাড়া না বাড়িয়ে এবং নতুন কোনো ট্রেন বা রেল প্রকল্পের ঘোষণা না করে ভারতের রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তবে রেলের আয় বাড়াতে পণ্য পরিবহনের মাত্রা বাড়ানোর পাশাপাশি খরচেও কিছু পরিবর্তন আনা হয়েছে। রেল ভাড়া না বাড়িয়ে মোদি সরকার চমক দেখালেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল ভারতের সংসদে ২০১৫-১৬ সালের পূর্ণাঙ্গ রেল বাজেট পেশ করতে গিয়ে রেলমন্ত্রী বলেন, ভারতীয় রেলের আর্থিক অবস্থা ঠিক করতে আয় আরও বাড়াতে হবে। রেল পরিসেবা টিকিয়ে রাখতে বিনিয়োগ দরকার। আর সেই লক্ষ্যেই রেলকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। এ জন্য তিনি বিদেশি বিনিয়োগের ওপর জোর দিয়েছেন।

কয়েক বছর ধরে রেল বাজেট মানেই নতুন ট্রেন, প্রকল্পের ছড়াছড়ি দেখেছেন ভারতবাসী। কিন্তু এবার কার্যত দুটি বিষয়ই উধাও। তবে রেলে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা কামরায় নজরদারি ক্যামেরা (সিসিটিভি) লাগানোর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। নির্ভয়া তহবিল থেকেই মহিলাদের নিরাপত্তার খাতে এই অর্থ ব্যবহার করা হবে। এ ছাড়াও সিনিয়র সিটিজেন, গর্ভবতী নারীদের জন্য থাকছে লোয়ার বার্থ, পরিসেবা উন্নয়নে বায়ো টয়লেট। দৃষ্টিহীনদের জন্য পৃথক কামরা, থাকছে ব্রেইল পদ্ধতি। উপকূল এলাকায় রেল চলাচলে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। এ জন্য দুই হাজার কোটি রুপি বিনিয়োগ করবে রেল মন্ত্রণালয়। রেলের কামরাগুলোকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানো কিংবা ট্রেনের মধ্যে সংঘর্ষ রোধেও বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে।

 

সর্বশেষ খবর