শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সাইবার হামলাই বড় হুমকি যুক্তরাষ্ট্রের

সাইবার হামলাই বড় হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিদেশি সরকার ও অপরাধীদের পরিচালিত সাইবার হামলাকে দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার জানিয়েছেন, সাইবার হামলা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমে হুমকি হয়ে উঠছে। বিবিসি বলছে, ক্ল্যাপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী এ ধরনের হামলা চালানোর জন্য একটি সাইবার কমান্ড প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে চীন, ইরান, উত্তর কোরিয়াকেও সাইবার হুমকির বিবেচনার সামনের সারিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির একটি তালিকা কংগ্রেসের একটি কমিটির কাছে প্রকাশ করেছে সংস্থাটি। তাতে বলা হয়েছে, বিদেশি সরকার ও অপরাধীদের মাধ্যমে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়ছে। বর্তমানে বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্র অপর রাষ্ট্রকে শায়েস্তা করার জন্য সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার পরিমাণ, মাত্রা, ধরন ও তীব্রতা ক্রমে বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র 'ইন্টারভিউ' কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ায় বেশ কয়েকবার সাইবার হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ না পেলেও চলচ্চিত্রটির প্রযোজক সংস্থা সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাকের জন্য এফবিআই উত্তর কোরিয়াকে দায়ী করেছে। বিবিসি।

 

 

সর্বশেষ খবর