শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শপথের আগে মোদির বাসায় কাশ্মীরের মুফতি

শপথের আগে মোদির বাসায় কাশ্মীরের মুফতি

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন পিডিপি প্যাট্রন মুফতি মুহাম্মদ সাঈদ। আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। রাজ্যের বিধান সভার নির্বাচন হয়েছে প্রায় এক মাস। এরপর নানা দরকষাকষির পরই জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেয় জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস্ ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি ও ভারতীয় জনতা পার্টি আ বিজেপি। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করেন জম্মু-কাশ্মীরের ভাবী মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাঈদ বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মীরকে শান্তিপূর্ণ রাজ্য গড়ে তোলা আমার স্বপ্ন। এই স্বপ্নের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রয়োজনে পাকিস্তানের সঙ্গেও আলোচনা করতে হবে।' আগামীকালের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুফতি মুহাম্মদ। প্রধানমন্ত্রী শপথে অংশ নেবেন বলে জানিয়েছেন। আগামী ছয় বছরের জন্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন পিডিপি প্যাট্রন। আগামীকাল মোট ২৫ জন বিধায়ক শপথ নেবেন। এর মধ্যে ১৩ জন পিডিপি ও ১২ জন বিজেপি বিধায়ক। এনডিটিভি।

 

 

সর্বশেষ খবর