শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের আশঙ্কা

ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের আশঙ্কা

ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক প্রায় সবসময়ই বিদ্যমান। দেশ দুটির মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলতেই থাকে। ভারতে যদি বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা চালানো হয় তবে পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে দেশটি। এমনকি এ সামরিক অভিযান পরমাণু যুদ্ধেরও সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্রের দুজন বিশেষজ্ঞ এমন মত দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জর্জ পারকোভিচ ও এ্যাশলে টেলিস সিনেট প্যানেলের শুনানিতে এ কথা জানান।

শুনানিতে ওই দুই বিশেষজ্ঞ জানান, সীমান্তে বড় ধরনের হামলার জবাবে ভারত পাকিস্তানে সেনা অভিযান শুরু করলে পাকিস্তান ছেড়ে কথা বলবে না। দেশটি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে। 'কার্নেগি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস' এর সদস্য পারকোভিচ জানান, সুদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়াতে পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে। ভারত-পাকিস্তানের অস্বাভাবিক প্রতিযোগিতা থেকে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। প্রতিষ্ঠানটির আরেক সদস্য টেলিস সন্ত্রাসী হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে প্রভাব খাটানোর আহবান জানিয়েছেন। দ্য ডন।

বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর