মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আফগানিস্তানে ২৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আফগানিস্তানে ২৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আফগানিস্তানে সম্প্রতি রাজধানী কাবুলের ১৭ জেলার প্রধানসহ পুলিশের মোট ২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ বিভাগকে দুর্নীতি মুক্তকরণে এ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

গত বছরের সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করে আসছেন ঘানি। অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। সর্বশেষ আকস্মিক সরেজমিন তদন্তে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেন ঘানি। তবে বহু কর্মকর্তাকে চাকরিচ্যুত নয়, বরং অন্য চাকরি এবং উপহারও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রহিমী বলেছিলেন, পুলিশ বাহিনীকে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। বিবিসি।

বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ, ২০১৫/ রোকেয়া।
 

সর্বশেষ খবর