মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

অভিজিত হত্যার নিন্দা মমতার

অভিজিত হত্যার নিন্দা মমতার

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্লগার ও লেখক অভিজিত রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দোপাধ্যায়। কারও বাক স্বাধীনতা থামানো যেতে পারে না কারণ তা গণতান্ত্রিক অধিকার  বলেও মন্তব্য করেন মমতা। সেই সঙ্গে তিনি অভিজিতের শোকাহত পরিবারের সদস্যের প্রতিও  সমবেদনা প্রকাশ করেছেন। আজ এক টু্টটার বার্তায় ও পরে কলকাতায় এক প্রোগ্রামে এসব কথা বলেন মমতা। খবর দ্য হিন্দুর

গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রীসহ একুশে ফেব্রুয়ারির বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ব্লগার অভিজিতকে। পরে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  অভিজিতের স্ত্রী রাফিদা ইসলাম বন্যাও মারাত্মকভাবে আহত হন। তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে।

অভিজিত হত্যার নিন্দা জানিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, 'আমরা জোরালোভাবে বাংলাদেশি ব্লগারের করুণ মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছি। আপনি কারও বাক স্বাধীনতা থামাতে পারেন না। এটা একটি গণতান্ত্রিক অধিকার। অভিজিতের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষা আমার নেই। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নিন্দা জানাচ্ছি। '

টুইটে মমতা আরো বলেন, 'কয়েক দিন আগে বাংলাদেশি ব্লগার অভিজিতের নির্মম হত্যার কঠোর নিন্দা জানাচ্ছি আমি। আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি।' পরে আরেক টুইটার বার্তায় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেন, 'এই নিষ্ঠুর ঘটনার নিন্দার জন্য ভাষাই যথেষ্ট নয়। তার পরিবারের সদস্যদের প্রতি রইল আমার হৃদয়ানুভূত সমবেদনা।'

বিডি-প্রতিদিন/ ৩ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর