বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মুফতির মন্তব্য আমরা সমর্থন করি না : মোদি

জম্মু-কাশ্মীরের সুষুম ও শান্তিপূর্ণ ভোট নিয়ে মুফতি মহম্মদ সাঈদের বিতর্কিত মন্তব্যকে সরকার কোনো মতেই সমর্থন করে না বলে স্পষ্ট করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। রবিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-এর বরিষ্ঠ নেতা বলেন 'কাশ্মীরে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় তার জন্য পাকিস্তান, পাক জঙ্গি কাশ্মীরের হুরিয়তদের কৃতিত্ব দিতে হয়। ভোটের মতো অনুকূল পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল'। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। ওই মন্তব্যের পানি গড়ায় ভারতের সংসদেও। বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবারই অধিবেশন বয়কট করে। গতকালের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মোদি বলেন 'কোনো ব্যক্তি যদি এই ধরনের মন্তব্য করেন আমরা কখনোই একে সমর্থন করি না'। এদিন রাজ্যসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে মোদি সাফ জানিয়ে দেন কেউ যদি কোথাও এমন মন্তব্য করে থাকে, তবে তার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে।

সর্বশেষ খবর