বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ত্রিভুবনে রানওয়ে থেকে ছিটকে পড়ল তুর্কি বিমান

ত্রিভুবনে রানওয়ে থেকে ছিটকে পড়ল তুর্কি বিমান

টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে বিমানটির যাত্রীরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৭.৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৩০ বিমানটি রানওয়ের মধ্যরেখায় নামতে ব্যর্থ হয়ে ছিটকে পড়ে। খবর ব্রিটেনের দ্য টেলিগ্রাফ।

ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ ৭২৬ নম্বর ফ্লাইটটি রানওয়ের মধ্যরেখায় নামতে ব্যর্থ হয়ে টিআইএ রানওয়ে এবং ট্যাক্সিওয়ের মধ্যবর্তী ঘাসে ছাওয়া মাঠে অবতরণে বাধ্য হয়। কুয়াশার কারণে নামার সময় এয়ারবাসটির সামনের অবতরণ গিয়ারি ধসে যায়। অবতরণের সঙ্গে সঙ্গে ২২৪ জন যাত্রীকে বিমানটির জরুরি নির্গমন দরজা দিয়ে বের করে আনা হয়।

এ দুর্ঘটনার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়েছে।
 

 

বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ, ২০১৫/ রশিদা
 

সর্বশেষ খবর