বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আন্না হাজারেকে হত্যার হুমকি

আন্না হাজারেকে হত্যার হুমকি

ভারতের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম কর্মী আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়েছে কানাডা প্রবাসী এক ভারতীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ২৪ ও ২৪ ফেব্রুয়ারি এ হুমকি দেন গগন বিধূ নামে ওই প্রবাসী ভারতীয়। হাজারেকে 'আধুনিক গান্ধী' হিসেবে বর্ণনা করে তাকে খুন করতে শিগগিরই ভারতে আসছেন বলে বিধূ তার পোস্টে লিখেন। শুধু হাজারে নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতিও নিজের ঘৃণা প্রকাশ করেছেন তিনি। কেজরিওয়ালের জীবন নষ্ট করতে সব কিছু করতে প্রস্তুত বলেও বিধূ জানান।  ফেসবুকে হত্যার হুমকির ঘটনায় মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ দিয়েছে হাজারের দফতর।  খবর ইন্ডিয়া টুডে'র

হাজারের পক্ষ থেকে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়, কানাডা প্রবাসী গগন বিধূ নামে এক ভারতীয় ২৪ ফেব্রুয়ারি ফেসবুকে একটি পোস্ট করেন । এতে বলা হয় 'আন্না হাজারেকে খুন করার সময় এসেছে। আমি শিগগিরই পরবর্তী নাথুরাম গডসে [মহাত্মা গান্ধীর হত্যাকারী] হতে যাচ্ছি।'

পরদিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি আরেকটি পোস্টে বিধূ তার হুমকির বিস্তারিত জানিয়ে লিখেন, 'আমি কিন্তু একদমই মজা করছি না। শিগগিরই ভারতে আসছি। আমি অস্ত্রের জোগাড় করবো এবং এই আধুনিক গান্ধীকে গুলি করবো। আমি কেজরিওয়ালকে এত বেশি ঘৃণা করি যে তাকে শেষ করে দিতে আমি সবকিছু করতে পারি।'

উল্লেখ্য, জমি অধিগ্রহণ আইনের প্রতিবাদে মহারাষ্ট্রের ওয়ারধা থেকে দিল্লির রামলীলা ময়দান পর্যন্ত ১১শ' কিলোমিটার দীর্ঘ তিনমাসব্যাপী একটি মার্চ করার কথা রয়েছে আন্না হাজারের। এ কর্মসূচি সামনে রেখেই হাজারেকে হত্যার এ হুমকি  দেওয়া হলো।  মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালকের কাছেও এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন হাজারে।

বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর