বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা
দিল্লিতে বাসে গণধর্ষণ

ভারতে এবার তথ্যচিত্র নিয়ে তোলপাড়

ভারতের নয়াদিল্লিতে ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে তরুণী ধর্ষণের ঘটনায় 'ইন্ডিয়াস ডটার' (ভারতীয় কন্যা) নামের তথ্যচিত্রের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এতে ওই ধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া বাসচালক মুকেশ সিংয়ের বিতর্কিত সাক্ষাৎকার রয়েছে।

চলন্ত গাড়িতে প্যারামেডিকেলের এক ছাত্রীকে গণধর্ষণ ও নির্মমভাবে পেটানোর ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন নির্যাতিতা ওই 'নির্ভয়া' (ছদ্মনাম)। এ ঘটনায় ভারতসহ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বহুল আলোচিত এ ঘটনা নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা লিসলে উডউইন। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিবিসি ও ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে তা সম্প্রচারের কথা ছিল। তথ্যচিত্রটির বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হলে তা ব্যাপক সমালোচিত হয়। মূলত ধর্ষক মুকেশ সিংয়ের সাক্ষাৎকার নিয়ে এ সমালোচনার সূত্রপাত। পাশাপাশি তিহার জেল কর্তৃপক্ষের কাছে দেশটির সরকার কৈফিয়ত চেয়েছে, কেন প্রামাণ্যচিত্র নির্মাতাকে এ সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দেওয়া হলো। সাক্ষাৎকারে মুকেশ সিং বলেছিলেন, ধর্ষণের জন্য একটা ছেলে যতটা দায়ী, একজন মেয়ে তার চেয়ে অনেক বেশি দায়ী। মেয়েদের কাজ হলো ঘরের কাজ করা, সংসার সামলানো। বেশির ভাগ নারীই পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় না রাখায় তা পুরুষকে উত্তেজিত করে। মাত্র ২০ শতাংশ নারী শালীনতা বজায় রেখে চলাফেরা করে বলেও উল্লেখ করেন তিনি। রাতে নারীদের একা চলাফেরা, বিশেষত সিনেমা হল থেকে ফেরা বা বয়ফ্রেন্ড নিয়ে চলাফেরাকেও দোষারোপ করেন ওই ধর্ষক। অবশ্য তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন বলেন, তথ্যচিত্রে সমাজে বিদ্যমান অসুখটা দেখানোর চেষ্টা করা হয়েছে, ধর্ষককে নয়। বিবিসি, আলজাজিরা।

 

সর্বশেষ খবর