বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ইসরায়েল সফরে প্রণবের শর্ত

ইসরায়েল সফরে প্রণবের শর্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি এবার জোর ধাক্কা খেল। দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ইসরায়েল সফর করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্র সরকারের কাছে শর্ত রেখেছেন ইসরায়েলে তখনই যাবেন, যখন ফিলিস্তিনে যাওয়ার সফরসূচি রাখা হবে।

বেসরকারি হিন্দি নিউজ চ্যানেল 'আজতক'-এ গতকাল এ সংক্রান্ত খবর দেওয়া হয়েছে। মোদি সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টকে ছয়টি দেশ সফরের জন্য প্রস্তাব দেওয়া হয়। এরমধ্যে সুইডেন, বেলারুশ, ইসরায়েল এবং নাইজেরিয়াসহ আফ্রিকার তিনটি দেশ রয়েছে। প্রেসিডেন্ট এর মধ্যে শুধু ইসরায়েল সফর করতে অস্বীকৃতি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, নেহরু-গান্ধীর ভাবাদর্শগত দর্শন থেকে প্রেসিডেন্ট সরে আসতে চাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদেশ সফর নিয়ে প্রেসিডেন্ট ভিন্নমত পোষণ করায় মোদি সরকারের জন্য এটা একটি বড় ধাক্কা অনেকেই মনে করছেন। ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সঙ্গে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দুই দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল। যদিও ১৯৯২ সালে কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের আমলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। আল জাজিরা।

 

সর্বশেষ খবর