বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণে ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা। ভাষণে তিনি ইরানের ব্যাপক সমালোচনা করেন। আর নেতানিয়াহুর এই বক্তব্যকে 'রাজনৈতিক নাট্যমঞ্চ' বলে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাট নেতারা। মঙ্গলবারের ওই ভাষণে চলমান পরমাণু আলোচনায় ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে মার্কিন কংগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামার অনুসৃত নীতিকে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নেতানিয়াহুর বক্তব্যে নতুন কিছুই নেই। তেহরানের সঙ্গে আলোচনায় যুৎসই কোনো বিকল্পের প্রস্তাবও দেননি তিনি। এদিকে ইরানের পক্ষ থেকেও নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার বলেন, 'আমি মনে করি না, নেতানিয়াহুর বক্তব্যের তেমন কোনো মূল্য আছে। তারা (ইসরায়েল) চুক্তি ভণ্ডুল করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে।'

মার্কিন আইন প্রণেতাদের মন্তব্য থেকে এ কথা পরিষ্কার, নেতানিয়াহু তার মিশন সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। নেতানিয়াহুর ওই ভাষণ বয়কট করেছেন অন্তত ৫৫ জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। এর মধ্যে রয়েছেন আটজন সিনেটর ও ৪৭ জন প্রতিনিধি পরিষদ সদস্য। ওবামা প্রশাসনের সঙ্গে পরামর্শ ছাড়াই নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানোয় এসব আইন প্রণেতা প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারেরও সমালোচনা করেছেন। হোয়াইট হাউসকে পাশ কাটিয়ে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর রিপাবলিকানদের একক সিদ্ধান্তের বিরোধিতায় তারা ওই বক্তব্য বয়কট করেন। ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমে বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে অনুষ্ঠিতব্য চুক্তিকে 'খুবই বাজে চুক্তি' বলেও উল্লেখ করেছেন তিনি। বিবিসি, আল জাজিরা।

সর্বশেষ খবর