শুক্রবার, ৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা
তথ্য দিলেন সেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন

গুপ্তচরবৃত্তি করছে নিউজিল্যান্ড

গুপ্তচরবৃত্তি নিয়ে আগেও বিশ্বে তোলপাড় হয়েছে। এবার এটি নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করা হলো। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর গোয়েন্দাবৃত্তি করে সেই তথ্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে নি?উজিল্যান্ড। আর এবারও এই বিরল তথ্য পাওয়া গেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে। স্নোডেনের ফাঁস করা তথ্যে দেখা যায়, নিউজিল্যান্ডের সরকারি কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরো (জিসিএসবি) প্রতিবেশী দেশগুলোর মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ফোনকল, ই-মেইল, ইন্টারনেট ব্রাউজিং এবং অনলাইন কথোপকথনে আড়ি পেতে তা রেকর্ড করেছে। এসব দেশের মধ্যে রয়েছে ফিজি, স্যামোয়া, টোঙ্গা, সলোমন দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, কিরিবাতি, ভানুয়াতি, নাউরু এবং ফ্রান্সের মালিকানাধীন নিউ ক্যালেডোনিয়া ও ফ্রেঞ্চ পোলেনেশিয়া। গুপ্তচরবৃত্তির পর নিউজিল্যান্ড এসব তথ্য গোয়েন্দা চক্র অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করে। এ চক্রের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা মন্তব্য করেছে, নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা প্রতিবেশীদের ওপর গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে এবং সে তথ্য যুক্তরাষ্ট্র নিরাপত্তার জন্য অন্যদের সঙ্গে ভাগাভাগি করছে। তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ কথা অস্বীকার করে বলেন, জিসিএসবি নিউজিল্যান্ডের স্বার্থে এবং নিউজিল্যান্ডের সুরক্ষার স্বার্থেই এ গুপ্তচরবৃত্তি করছে। নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন ভুলে ভরা এবং মিথ্যা ধারণার ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর গুপ্তচরবৃত্তি ফাঁস করেছিলেন স্নোডেন। ২০১৩ সালে এনএসএর গোপন নজরদারির তথ্য ফাঁস করেছিলেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত গোপন নথিতে দেখা গেছে, নিউজিল্যান্ড সরকারের কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরো সাউথ আইল্যান্ডের ওয়াইহোপাই কেন্দ্র থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি চালাচ্ছে। আল জাজিরা।

সর্বশেষ খবর